Sapno
তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা বলে গোটা পৃথিবীর
সব স্বপ্নগূলোকে আজ বড় মিথ্যে মনে হয়।
তোমার সংগেকার মধুর স্মৃতিগুলো আজও বড় বেশি করে মনে পড়ে যায়।
ভোরের কুয়াশা কিংবা গোধূলীর মেঘ সবই যেন
আমার স্মৃতিতে তোমার অস্তিত্বকে বারবার ফিরিয়ে আনে।
... জীবনের সবকিছু হিসেব করে আজ আমার বলতে ইচ্ছে হচ্ছে
এ জীবনের বিনিময়ে যদি কিছু চাই, তোমাকে পেলে আমার চাওয়ার কিছ নাই ..
No comments:
Post a Comment