এক সুন্দরী তরুণী হাবলুকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল ধুমকরে!
কিন্তু হাবলুর মুখ কালো।
ঘটনা কী? জিজ্ঞেস করল সেই তরুণী।
হাবলু মুখ বেজার করে বলল, না রেভাই, আমার পরিবার এই বিয়ে মেনে নেবে না। কারণ আমাদের পরিবারে কেবল আত্মীয়দের মধ্যেই বিয়ে হয়।
যেমন,আমার বাবা বিয়ে করেছেন আমার মাকে। ভাইভাবীকে। আপা দুলাভাইকে! :-P
No comments:
Post a Comment